তালতলীতে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ৮ সেতুর উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

তালতলীতে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ৮ সেতুর উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে সেতু কালর্ভাট নির্মাণ প্রকল্পের আওতায় তালতলী উপজেলায় ৮টি সেতু/ কালভার্টের ওপেন লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন শুভ এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এসময় তিনি বলেন, বিগত বছর গুলোর ধারাবাহিকতায় এবারও পিআইও অফিসের সেতুগুলো উন্মুক্ত ভাবে টেন্ডার ও ঠিকাদারের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী । টেন্ডারের লটারি প্রক্রিয়া চলাকালে , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন -উল-হাসান , উপজেলা কৃষি অফিসার, শামীম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর কবির, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মেসবাউল হক চৌধুরী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। লটারি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন -উল-হাসান। প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের গ্রামীণ রাস্তায় কম বেশি ১৫ মিটার দৈর্ঘ্যরে ৮ সেতু / কালভার্টের টেন্ডার অনুষ্ঠিত হয়। ৮টি প্রকল্পের জন্য সরকারের মোট বরাদ্দ ২ কোটি ৪৩ লক্ষ ২৯ হাজার ৯৫৭ টাকা। এর মধ্যে,৬৯৩ টি দরপত্র বিক্রি হয়, যাতে সরকারের কোষগারে ১০ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা জমা হয়। প্রতিটি প্রকল্পে সর্বনিম্ন ৮৩টি ও সর্বোচ্চ ৮৯টি দরপত্রটি জমা পড়ে। বৃহস্পতিবার বিকালে লটারিতে প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ ৮৯টি ও সর্বনিম্ন ৮৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। লটারি শেষে উপস্থিত ঠিকাদাররা স্বচ্ছ ও উন্মুক্ত ভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করায় কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।